News71.com
 International
 23 May 17, 12:31 AM
 205           
 0
 23 May 17, 12:31 AM

কন্নড়রা কখনই তামিলনাড়ু শাসন করতে পারে না ।। রজনীকান্ত'র বাসভবনের সামনে বিক্ষোভ, পুড়ল কুশপুতুল  

কন্নড়রা কখনই তামিলনাড়ু শাসন করতে পারে না ।। রজনীকান্ত'র বাসভবনের সামনে বিক্ষোভ, পুড়ল কুশপুতুল   

আন্তর্জাতিক ডেস্ক : রজনীকান্তের তামিল রাজনীতিতে নামা ঘিরে জল্পনার মধ্যেই তাঁর চেন্নাইয়ের তার পোয়েজ গার্ডেনের বাসভবনের বাইরে স্লোগান-বিক্ষোভ। কট্টর তামিলপন্থী বিক্ষোভকারীরা সুপারস্টারকে রাজনীতিতে নামতে বারণ করে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, রজনীকান্ত তামিল নন, জন্মসূত্রে কন্নড়। আর একজন কন্নড় তামিলনাড়ু শাসন করবে, তা কখনই মানবে না তারা। সুতরাং রজনীকান্ত তামিল রাজনীতি থেকে দূরে থাকুন।

তামিঝার মুন্নেত্রা পড়াই নামে একটি সংগঠনের লোকজন ব্যস্ত ক্যাথিড্রাল রোডে তাঁর কুশপুতুলও পোড়ায়। শ খানেক বিক্ষোভকারী আটক হয়েছে।
রজনীকান্তের কন্নড় পরিচিতি তামিলনাড়ুতে প্রায়ই চর্চার বিষয় হয়, বিশেষ করে তামিলনাড়ু, কর্নাটকের মধ্যে কাবেরীর জলবন্টন প্রশ্নে বিবাদের সময়। রজনীকান্ত অবশ্য বলেছেন, আমি পাক্কা তামিল। আমাকে এখান থেকে বের করে দেওয়া হলে সোজা গিয়ে অন্য কোনও রাজ্যে নয়, হিমালয়ে গিয়ে পড়ব।
গত কয়েকদিন ধরেই তামিলনাড়ু সরগরম রজনীকান্তের রাজনীতিতে নামার সম্ভাবনা ঘিরে। তাঁর অসংখ্য ভক্ত, অনুরাগীরা মুখিয়ে রয়েছেন কবে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। গত সপ্তাহে তিনি নিজেই জল্পনায় ইন্ধন দিয়ে মন্তব্য করেন, ঈশ্বর চাইলে রাজনীতিতে আসছি। আবার ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগের সময়ও তিনি তাঁদের ‘যু্দ্ধের’ জন্য তৈরি থাকতে বলেন।

বিজেপি নেতারা রজনীকান্তকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণাণ তাঁকে বিজেপিতে যোগদানের আবেদন করেছেন। বিজেপি সভাপতি অমিত শাহও বলেছেন, যে কোনও ভাল মানুষই রাজনীতিতে এলে স্বাগত। তবে কবে তিনি নামবেন, সেটা রজনীকান্তই ঠিক করুন। শোনা যাচ্ছিল, রজনীকান্ত নাকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন। যদিও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, মোদী, রজনীকান্তের মধ্যে কোনও সম্ভাব্য বৈঠক সম্পর্কে তাঁর কিছু জানা নেই। বলেন, রজনীকান্ত বিরাট অভিনেতা। মোদীও বড় নেতা। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে আপত্তির কিছুই নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন