News71.com
 International
 23 May 17, 12:26 AM
 198           
 0
 23 May 17, 12:26 AM

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আগের অবস্থানেই অনড় চিন  

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আগের অবস্থানেই অনড় চিন   

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু জ্বালানি সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির ক্ষেত্রে আগের অবস্থানেই যে তারা অটলস তা ফের একবার জানিয়ে দিল চিন। আগামী মাসে সুইৎজারল্যান্ডের বার্ন শহরে গুরুত্বপূর্ণ প্লেনারি বৈঠকে বসতে চলেছে এনএসজি-র ৪৮-সদস্য রাষ্ট্র। সেখানে ভারতের অন্তর্ভুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা চিন। সংগঠনের নিয়মানুসারে, একমাত্র ঐকমত্যের ভিত্তিতেই কোনও দেশ এই গোষ্ঠিতে অন্তর্ভুক্ত হতে পারে।

সেখানে প্রথম থেকেই ভারতের দাবির বিরোধিতা করে আসছে চিন। এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন, এনএসজি-তে পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি স্বাক্ষর না করা (নন-এনপিটি) দেশগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাদের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। গত বছর সোলের প্লেনারিতেও ভারতের আবেদন নিয়ে আলোচনা হয়। ভারতের আবেদনকে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমী দেশ। কিন্তু, চিন জানিয়ে দেয়, যদি নতুন কোনও রাষ্ট্রকে এনএসজি-র সদস্য হতে ইচ্ছুক রাষ্ট্রগুলিকে এনপিটি স্বাক্ষর করতে হবে। পাল্টা ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয়, তারা এনপিটি স্বাক্ষর করবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন