News71.com
 International
 22 May 17, 09:35 PM
 170           
 0
 22 May 17, 09:35 PM

আলজেরিয়ায় টহলরত সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩।।

আলজেরিয়ায় টহলরত সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় রাতে টহল দেয়ার সময় এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন আলজেরিয়ান নৌ কর্মকর্তা নিহত হয়েছেন। নেীবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টারটি গতকাল রোববার রাতে রাজধানী থেকে ৭০ কিলোমিটার দূরে তিপাজা প্রদেশে গিয়েছিল,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আজ সোমবার সুত্র একথা জানায়।

হেলিকপ্টারটি হামার ইল-আইন এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনে ধাক্কা খেলে এই দুর্ঘটনাটি ঘটে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আলজেরিয়ার তামানরাস্সেট ও কন্সটান্টইনের পূর্বাঞ্চলীয় সিটিতে সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্য বহনকারী একটি সামরিক বিমান দুর্ঘটনায় ৭৭ জন নিহত হয়ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন