আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুত্রের খবর। এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়,আফগানিস্তানের কিছু এলাকা জঙ্গি ও শত্রু মুক্ত করতে সন্ত্রাস বিরোধী ১২টি অভিযান চালায় জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। এরফলে গত ২৪ ঘণ্টায় ৭১ জঙ্গি নিহত হয়।
এদিকে,সংঘাতপূর্ণ আফগানিস্তানে অভিযান চলাকালে আরও ৪০ জঙ্গি আহত এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।নাঙ্গারহার, হেলমান্দ, লঘমান, ফারাহ, কুন্দুজ,ঘর,ওয়ারদাক ও জাবুল প্রদেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ সময়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।