News71.com
 International
 22 May 17, 06:20 PM
 209           
 0
 22 May 17, 06:20 PM

গত চব্বিশ ঘণ্টার সামরিক অভিযানে ৭১ আফগান জঙ্গি নিহত।।  

গত চব্বিশ ঘণ্টার সামরিক অভিযানে ৭১ আফগান জঙ্গি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুত্রের খবর। এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়,আফগানিস্তানের কিছু এলাকা জঙ্গি ও শত্রু মুক্ত করতে সন্ত্রাস বিরোধী ১২টি অভিযান চালায় জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। এরফলে গত ২৪ ঘণ্টায় ৭১ জঙ্গি নিহত হয়।

এদিকে,সংঘাতপূর্ণ আফগানিস্তানে অভিযান চলাকালে আরও ৪০ জঙ্গি আহত এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।নাঙ্গারহার, হেলমান্দ, লঘমান, ফারাহ, কুন্দুজ,ঘর,ওয়ারদাক ও জাবুল প্রদেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে এ সময়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন