News71.com
 International
 22 May 17, 01:09 PM
 184           
 0
 22 May 17, 01:09 PM

অভিযোগ সত্যি হলে জেলে থাকতাম।। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

অভিযোগ সত্যি হলে জেলে থাকতাম।। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে করে রাজনীতিতে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু বর্তমানে তিনিই দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড়িয়ে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন আন্দোলনের সময় তার পাশে থাকা কপিল মিশ্র। গত একমাস ধরে এই নিয়ে বিতর্ক চললেও,এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু গতকাল রবিবার দলীয় বৈঠকে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের সাফাই দিয়েছেন। সেই সঙ্গে দুঃখ করেছেন কপিল মিশ্রকে নিয়ে। তিনি জানিয়েছেন,অভিযোগ সত্যি হলে এতদিনে জেলে পৌঁছে যেতাম। দলের কাজকর্মে বাধা সৃষ্টি করতেই এসব করা হচ্ছে। তবে একদিকে ভালই। বিরোধীরা যে আমাদের ভয় পাচ্ছে সেটা তো বোঝা গেল। আমার নীরবতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে। অভিযোগ একবিন্দু সত্যি হলে না হয় কিছু বলতাম। তা যখন নেই খামোখা মন্তব্য করতে যাব কেন? বিরোধীরাও সত্যিটা জানেন। তবে নিজের লোক বিশ্বাসঘাতকতা করলে সবথেকে বেশি আঘাত লাগে। তাই বাইরে কে কী বলল তাতে কিচ্ছু যায় আসে না।

দুর্নীতি বিরোধী আন্দোলনে নেমে একসঙ্গেই রাজনীতিতে এসেছিলেন কেজরিওয়াল এবং কপিল মিশ্র। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হলে রাজধানীর পানিসম্পদ বিভাগের দায়িত্ব দেন কপিল মিশ্রকে। এতদিন সব ঠিকঠাকই চলছিল। কিন্তু পুরভোটে আম আদমি পার্টির পরাজয়ের পরই দু’জনের বন্ধুত্বে চিড় ধরে। কাজে গাফিলতির অভিযোগে কপিলকে পদচ্যুত করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দল থেকেও তাড়ান। তারপর থেকেই কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ এনেছেন কপিল। শুধু তাই নয়,তার পদত্যাগও দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন