News71.com
 International
 22 May 17, 10:22 AM
 218           
 0
 22 May 17, 10:22 AM

ফের ভারতের সঙ্গে রেকর্ড পরিমাণ ডলারের অস্ত্র চুক্তি ইসরাইলের।।  

ফের ভারতের সঙ্গে রেকর্ড পরিমাণ ডলারের অস্ত্র চুক্তি ইসরাইলের।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে ফের রেকর্ড পরিমাণ আর্থিক অংকের অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করল ইসরাইল। নতুন করে ৬৩ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে দিল্লি এবং জেরুজালেমের মধ্যে। নতুন এই চুক্তি অনুসারে ভারতীয় নৌ-সেনার জন্য ইসরাইলের থেকে আসবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। যেগুলি মাটি থেকে আকাশে নিক্ষেপ করা যাবে খুব সহজেই।

গতকাল রবিবার সরকারিভাবে ইসরাইলের তরফ থেকে জানানো হয়েছে যে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ‘ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড’কে ক্ষেপণাস্ত্র সরবারহ করবে ইসরাইল। ভারতের চারটি যুদ্ধ জাহাজে বসান থাকবে এই ক্ষেপণাস্ত্র। বিমান,হেলিকপ্টার,জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন,ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানসহ সব ধরণের আকাশ ভিত্তিক হুমকি নস্যাৎ করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। মাস খানেক আগেই ভারতের সঙ্গে ইসরাইলের ২০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি হয়েছিল। ইসরাইলের ইতিহাসে এত বড় অস্ত্র চুক্তির নজির আর নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন