আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে দুটি দ্বীপের মাঝে যাত্রা করার সময় নিখোঁজ হওয়া জাহাজ খুঁজে বের করল ভারতীয় নৌসেনা বাহিনী। ৬জন সদস্য তিনদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল জাহাজটি। ভারতীয় নৌসেনার একটি ড্রোন এয়ারক্রাফট গত শনিবার সন্ধায় মালে থেকে ১২০নটিক্যাল মাইল দূরে নিখোঁজ মারিয়া-৩ জাহাজটির খোঁজ পায়। এরপর নৌসেনা জাহাজ আইএনএস কিরচ কে সাহায্যের জন্য সেই স্থানে পাঠায়। পরে,ড্রোন এয়ারক্রাফট ও আইএনএস কিরচ উদ্ধারকার্যে অংশ নেয়।
এ ব্যাপারে মালদ্বীপে ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্রা নৌসেনার এই সাফল্যে বলেছেন,ভারতীয় নৌসেনার সাহসিকতা এবং পেশাদারিত্বে তিনি গর্বিত। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও যেভাবে নৌসেনা এই অভিযান কার্যে অংশগ্রহণ করে তা প্রশংসনীয়। এদিকে এ প্রসঙ্গে নৌসেনা প্রধান ক্যাপ্টেন ডি.কে শর্মা নয়াদিল্লিতে বলেন,জাহাজের প্রথমদিকের ব়্যাম্প ধ্বংস হয়ে গিয়েছে,যার কারণে জাহাজটি আগে এগোতে পারছিল না।