আন্তর্জাতিক ডেস্কঃ কুলভূষণ যাদবের মামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখনো অব্যাহত। আন্তর্জাতিক আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিলেও এখনো পাকিস্তান হাল ছাড়তে নারাজ। এরই মধ্যে গতকাল রবিবার এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল ইসলামাবাদ। এই ঘটনায় ফের খবরের শিরোনামে পাকিস্তান। ইসলামাবাদ পুলিশের অভিযোগ,এই ভারতীয় নাগরিকের কাছে যথেষ্ট কাগজপত্র ছিল না প্রতিবেশী দেশ সফর করার জন্য। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর,১৯৪৬ সালের আন্তর্জাতিক আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী এই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে পাকিস্তান সফরের জন্য যে সমস্ত কাগজপত্র থাকা উচিত তা ছিল না। তাই তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। যদিও এই ভারতীয় নাগরিকের নাম গোপন করেছে ইসলামাবাদ পুলিশ। তাই আশঙ্কা তৈরি হয়েছে ফের আর একটা কূলভূষণের ঘটনা ঘটবে না তো? তবে ভারতীয় দূতাবাস সূত্রে খবর ওই ব্যক্তির নাম শেখ নবি। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলবে বলে খবর।