News71.com
 International
 21 May 17, 10:26 PM
 193           
 0
 21 May 17, 10:26 PM

ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ৩ সেনা সদস্যসহ নিহত ৭।।  

ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ৩ সেনা সদস্যসহ নিহত ৭।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত অধ্যুষিত জম্মু–কাশ্মীরের নওগাম সেক্টরে চার জঙ্গির অনুপ্রবেশ ঠেকিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এসময় দুই পক্ষের গোলাগুলিতে তিন সেনা সদস্য ও চার অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। জানা গেছে, প্রহরা দেওয়ার সময় সীমান্ত রেখা বরাবর ৪ জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখেন কর্তব্যরত সেনা সদস্যরা। প্রতিরোধ গড়লে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় জঙ্গিদের। গতকাল শনিবার রাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। কিন্তু বাকি দুই জঙ্গি তখনও গুলির লড়াই চালিয়ে যাচ্ছিল।

প্রায় ৩৬ ঘণ্টা টানা সংঘর্ষের পর আরও এক জঙ্গির মৃত্যু হয়। শহীদ হন এক সেনা। আজ রবিবার বিকেল পর্যন্ত চলে সংঘর্ষ। সেনা সদস্যদের গুলিতে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে কিন্তু শহীদ হয়েছেন আরও দুই সেনা সদস্য। সংঘর্ষস্থল থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, অনুপ্রবেশ রুখে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ২০১৭–তে ৬৭ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি হয়েছে এপ্রিলে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ২৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন