News71.com
 International
 21 May 17, 09:06 PM
 205           
 0
 21 May 17, 09:06 PM

হঠাৎ বুকে ব্যথা,আইসিইউতে পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেতা তাপস পাল।।

হঠাৎ বুকে ব্যথা,আইসিইউতে পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেতা তাপস পাল।।

আন্তর্জাতিক ডেস্কঃ বুকে ব্যথা অনুভব করায় রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেতা তাপস পালকে আইসিউতে স্থানান্তরিত করা হয়েছে। সুত্রের খবর,আজ রবিবার সকালে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়। এরপরেই তৃণমূল সাংসদকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

রোজভ্যালি কাণ্ডে প্রায় ৫ মাস আগে তৃণমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করে সিবিআই। এরপর থেকে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি। আজ রবিবার সকাল থেকেই এই অভিনেতার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বলে সূত্র জানায়। এরই মাঝে আচমকা বুকে ব্যথা শুরু হয় সাংসদের। এরপরেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন সেখানকার চিকিৎসকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন