News71.com
 International
 21 May 17, 08:37 PM
 192           
 0
 21 May 17, 08:37 PM

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে ব্যাকটেরিয়ার নামকরণ নাসার।।  

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে ব্যাকটেরিয়ার নামকরণ নাসার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহাকাশ বিজ্ঞানী এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাতে নাসার পক্ষ থেকে এবার একটি ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে তাঁর নামে। এই নতুন ধরনের ব্যাকটিরিয়া এতদিন পর্যন্ত International Space Station (ISS)-এই পাওয়া যেত। নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি বা JPL, ‘inter-planetary travel’ -এর ওপর গবেষণা করার সময় ISS-এর ফিল্টারে এই নতুন ধরনের ব্যাকটিরিয়াটি আবিষ্কৃত হয়,এবং এই ব্যাকটিরিয়ার নামকরণ করা হয়,সলিব্যাসিলাস কালামি(Solibacillus kalamii)।প্রসঙ্গত,১৯৬৩ সালে স্যার এপিজে আবদুল কালামের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছিল নাসাতেই। এরপর তিনি কেরালার থুমবায় মৎস্যজীবীদের গ্রামে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করেছিলেন।

JPL-এর Biotechnology and Planetary Protection Group-এর গবেষক-বিজ্ঞানী ড. কস্তুরী ভেঙ্কটেশ্বরণ জানান, ব্যাকটিরিয়াটির নাম সলিব্যাসিলাস কলামি। ডঃ আবদুল কালামের নাম অনুযায়ী এটির নামকরণ করা হয়েছে। এবং এর জিনের নাম সলিব্যাসিলাস। এটি এমন এক ফিল্টারে পাওয়া গিয়েছে, যা International Space Station-এ ৪০মাস ধরে ছিল। জেট প্রপালসন ল্যাবরেটরিতে এই ফিল্টারটি বিশ্লেষণ করা হয় এবং চলতি বছরেই ইন্টারন্যাশনালজার্নাল অব সিস্টেমেটিক অ্যান্ড এভলিউশনারি মাইক্রোবায়োলজিতে,ভেঙ্কটেশ্বরণ তাঁর এই আবিষ্কারের তথ্যটি প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন