News71.com
 International
 21 May 17, 07:41 PM
 188           
 0
 21 May 17, 07:41 PM

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ট্রাকের সঙ্গে উড়োজাহাজের ধাক্কা,আহত ৮।।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ট্রাকের সঙ্গে উড়োজাহাজের ধাক্কা,আহত ৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিমানবন্দরে উড়োজাহাজ ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে আটজন। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক এই বিমানবন্দরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি অবতরণের পর ট্যাক্সিওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তিদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ডান পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রায়ান হামফ্রে। আহত আটজনই ট্রাকের আরোহী বলে জানান তিনি। তাঁরা সবাই বিমানবন্দরের কর্মী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামফ্রে জানান,আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী রয়েছেন। কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

উড়োজাহাজটিতে ঘটনার সময় ক্রুসহ ১৫০ জন যাত্রী ছিল। মেক্সিকো থেকে ফেরে ফ্লাইটটি। বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,এ ঘটনায় বিমানবন্দর ত্যাগের পর একজন যাত্রী কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ব্যথা হচ্ছে—এমন সমস্যার কথা জানিয়েছেন ওই যাত্রী। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। প্রতিবছর প্রায় সাত লাখ ফ্লাইট পরিচালনা করা হয় এখানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন