আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। কিন্তু দু’দিন না পেরোতেই আদালতের সেই রায়ে ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক সেনা প্রধান পারভেজ মোশাররফ। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ বলেন,আজমল কাসাভের থেকেও অনেক বড় অপরাধী কুলভূষণ যাদব। কুলভূষণ প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে সাক্ষাত্কার দেওয়ার সময় এ কথা জানান তিনি। কুলভূষণ প্রসঙ্গে মোশাররফ ওই সাক্ষাৎকারে বলেন,মুম্বাই হামলায় নিহত জঙ্গি আজমল কাসাভের থেকেও দশ গুণ বেশি অপরাধ করেছেন কুলভূষণ। তাঁর মতে, কাসাব ছিল ‘ছোটখাটো অপরাধী’। কিন্তু কুলভূষণ সন্ত্রাসবাদ কার্যকলাপ চালানোর জন্য এবং সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে প্রচুর লোককে ব্যবহার করেছিলেন। বলেন, “জানি না কত লোককে বোমা ও অন্তর্ঘাতের মাধ্যমে খুন করার চক্রান্ত করেছিলেন কুলভূষণ।
এ নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় প্রসঙ্গে পাকিস্তান সরকারের সমালোচনা করেছেন মোশাররফ। তাঁর দাবি,পাকিস্তানের নিজের সিদ্ধান্তে অনড় থাকা উচিত ছিল। এটা দেশের নিরাপত্তার বিষয়। দেশের নিরাপত্তার বিষয়ে পাকিস্তান কী সিদ্ধান্ত নেবে সেটা ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই। পাশাপাশি,তিনি এটাও জানান,কুলভূষণ মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়াই উচিত হয়নি পাকিস্তানের। এসময় আন্তর্জাতিক আদালতে হওয়া ১৯৮২-র একটি মামলার প্রসঙ্গ তোলেন মোশাররফ। জানান,ওই মামলায় দুই জার্মানকে মৃত্যুদণ্ড দিয়েছিল আমেরিকা। আন্তর্জাতিক আদালতে মামলা ওঠা সত্ত্বেও ওই দু’জনের ফাঁসি দিয়েছিল আমেরিকা। বলেন,অনেকেই আছে যারা আন্তর্জাতিক আদালত,জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর কথা নিজেদের ইচ্ছা মতো শোনেন,আবার কেউ কেউ এই সংগঠনগুলির কথা অস্বীকারও করেন।