News71.com
 International
 21 May 17, 05:50 PM
 180           
 0
 21 May 17, 05:50 PM

তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশি অভিযানে ২ আইএস সদস্য নিহত।।

তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশি অভিযানে ২ আইএস সদস্য নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ রবিবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এর সন্দেহভাজন দুই সদস্যকে হত্যা করেছে পুলিশ। তারা রাজধানীতে হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক গভর্নর এরকান তোপাকা’র বরাত দিয়ে সুত্র জানায়,আঙ্কারার এতিমেসগুৎ এলাকার ওই দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের হত্যা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন