News71.com
 International
 21 May 17, 05:44 PM
 177           
 0
 21 May 17, 05:44 PM

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ।।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আজ রবিবার তার নতুন সরকারের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এছাড়া তিনি সাবেক এক কূটনীতিককে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।টেলিভিশনে দেয়া এক প্রেস ব্রিফিংকালে তিনি সাবেক উপ-অর্থমন্ত্রী কিম ডং-ইয়েওনকে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি জাতিসংঘের নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা কাং কিউং ওয়াহাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কাং ২০০৬ সাল থেকে জাতিসংঘে কাজ করছেন।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মুন চাং ইউই-ইয়োংকে নিয়োগ দিয়েছেন। সবেক এই কূটনীতিক ও আইনজীবী নির্বাচনী প্রচারণাকালে মুনের নীতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন