News71.com
 International
 21 May 17, 03:21 PM
 199           
 0
 21 May 17, 03:21 PM

পর্যটন বিকাশে বেসরকারি মালিকানায় বিনামূল্যে ১০৩টি প্রাসাদ দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ।।  

পর্যটন বিকাশে বেসরকারি মালিকানায় বিনামূল্যে ১০৩টি প্রাসাদ দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বহু পুরনো সব প্রাসাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতালিতে। কোনটা পাহাড়ের চূড়ায়,আবার কোনটা বা সাগরের ধারে। দারুণ বিষয়টি হলো,এমন ১০৩টি ভিলা,ইনস বা প্রাসাদ বিনামূল্যে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। সেখানে চাইলেই নিজের ইচ্ছেমতো কিছু একটা করা যাবে। দেশটির স্টেট প্রপার্টি এজেন্সি জানাচ্ছে,যারা এসব প্রাসাদ পেতে চান তাদের এগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে। পর্যটকদের জন্য আকর্ষণীয় করেই রক্ষণাবেক্ষণ করতে হবে এগুলোর। হতে পারে প্রসাদটিকে আপনি হোটেল বা স্পা বা রেস্টুরেন্ট বানালেন। মালিকই ঠিক করতে পারবেন কী করবেন?

স্টেট প্রপার্টি এজেন্সির মুখপাত্র বরার্তো জেগি জানান,এ প্রজেক্টের মাধ্যমে আসলে পর্যটন শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। এসব ব্যক্তিগত ও পাবলিক প্রসাদ ও ভবনগুলোকে পূণ্যার্থী,পর্যটক,অভিযাত্রী এবং সাইক্লিস্টদের থাকার জন্য ব্যবহার করা যেতে পার। জুনের ২৬ তারিখের মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন। যারা পাবেন তারা যার যার প্রজেক্ট বাস্তবায়নের জন্য ৯ বছর সময় পাবেন। সফল হলে আরো ৯ বছর দেওয়া হবে তাদের। আগামী দুই বছরের মধ্যে এমন আরো ২০০টি ভবন বিনামূল্যে বিলিয়ে দেবে ইতালি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন