News71.com
 International
 21 May 17, 12:44 PM
 201           
 0
 21 May 17, 12:44 PM

রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।।

রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।।

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী স্বামীর মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানালেন। ১৯৯১ সালের ২১ মে আততায়ী হামলায় ২৬ বছর আগে খুন হয়েছিলেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। প্রতি বছর এই দিনটিতে তাকে শ্রদ্ধা জানাতে যান কংগ্রেস সভানেত্রী। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ছেলে রাহুল গান্ধী,মেয়ে প্রিয়াঙ্কা এবং জামাই রবার্ট ভদ্রকে নিয়ে আজ রবিবার সকালে বীর ভূমি’পৌঁছন সোনিয়া। তাদের সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও। স্মৃতিসৌধে ধূপ জ্বালিয়ে,ফুলের মালা দিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান তারা।

১৯৪৪ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। ১৯৬৫ সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে মেকানিক্যাল এঞ্জিনিয়ারিং পড়তে যান। সেখানেই সোনিয়ার সঙ্গে পরিচিয় হয় তার। তার ঠিক তিন বছর পর ১৯৬৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মা ইন্দিরা গান্ধী খুন হলে,মাত্র চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রী হন রাজীব। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সভায় ভিড় জমানো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। সেই সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এলটিটিই সদস্যরা। যাতে মাত্র ৪৭ বছর বয়সে প্রাণ হারান রাজীব গান্ধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন