আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নগাঁম সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। পাকিস্তান থেকে জঙ্গিদের কাশ্মীরে ঢোকার প্রয়াস ভেস্তে দিলেও দুজন জওয়ানকে খুইয়েছে বাহিনী। ওই দুজন জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। অবশ্য সেনার গুলিতে খতম হয়েছে দুই জঙ্গিও। সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর দিয়েছে। বলা হয়েছে, সদাসতর্ক জওয়ানরা অনুপ্রবেশ বানচাল করে দিয়েছেন। চরম বলিদান করেছেন দুজন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু পক্ষের সংঘর্ষ চলছে বলে জানিয়ছেন সেনাবাহিনীর জনৈক মুখপাত্র।
পাশাপাশি উত্তর কাশ্মীরের কুপওয়ারায় তল্লাসি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। কেরানে সেনাবাহিনীর তল্লাশিতে মিলেছে দুটি একে রাইফেল, দুটি পিস্তল, ২০টি পিস্তল ম্যাগাজিন, ২০টি এ কে ম্যাগাজিন, ৬০০ একে রাউন্ড, ২৭টি পিস্তল রাউন্ড, একটি ছোরা, তার ও বাইনোকুলার, দুটি ইউবিজিএল। একটি মামলা রুজু হয়েছে এ ব্যাপারে।