আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের প্রথম দিনেই ১১০ বিলিয়ন ডলারের (প্রায় ৯ লাখ কোটি টাকা) অস্ত্রচুক্তি স্বাক্ষর করলো দেশ দুটি। চুক্তির ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন,এই অস্ত্র চুক্তি ইরানের প্রভাব রুখতে সৌদি আরবকে সহায়তা করবে।
গতকাল শনিবার,মে ২০ ট্রাম্পের সৌদি আরব সফরের প্রথম দিনই এই চুক্তি স্বাক্ষর হয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক যৌথ বিবৃতিতে এই অস্ত্রচুক্তির ঘোষণা দেন। তবে এই অস্ত্রচুক্তি দুই দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য চুক্তির একটি অংশ বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। দুই দেশের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তির অঙ্ক ৩৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি।
এই চুক্তির আওতায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে লাখ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ইলেক্ট্রিক জানিয়েছে তারা ইতোমধ্যেই সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বিলিয়ন ডলার সমমানের বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ট্রাম্প। সস্ত্রীক কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।