News71.com
 International
 21 May 17, 11:50 AM
 173           
 0
 21 May 17, 11:50 AM

বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার।।  

বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৫০৩টি গ্রেনেড,৫টি আইইডি ডিভাইস,অটোমেটিক গ্রেনেড লঞ্চার,একটি এলএমজি এবং হাজার রাউন্ড কার্তুজ। পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ের সুত্র এ খবর জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি,এই অস্ত্র মজুত করেছিল বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন। অস্ত্র উদ্ধারের পর কোনো ধরণের প্রতিহিংসামূলক হামলা এড়াতে কোয়েটা শহর ও সংলগ্ন এলাকায় জারি হয়েছে সতর্কতা। আরব সাগর তীরে গোয়াদর বন্দর এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। সম্প্রতি এখানেই প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয় ১১ জন শ্রমিককে। সেই নাশকতার এক সপ্তাহের মধ্যেই আবারও খুন করা হয় ৪ শ্রমিককে। এরা প্রত্যেকেই চীন-পাকিস্তান অর্থনৈতিক এলাকায় সড়ক তৈরির কাজে নিযুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন