News71.com
 International
 21 May 17, 11:34 AM
 189           
 0
 21 May 17, 11:34 AM

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ২০ গুপ্তচরকে হত্যা-কারাবন্দী করেছে চীন।।  

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ২০ গুপ্তচরকে হত্যা-কারাবন্দী করেছে চীন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনা সরকার ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রায় ২০ জন গুপ্তচরকে কারাবন্দী বা হত্যা করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,অন্যদের সতর্ক করতে এক গুপ্তচরকে চীনের একটি সরকারি অফিস চত্বরে গুলি করে হত্যা করা হয়।

এছাড়া ২০১২ সালে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়। এরপর আর কাউকে আটক করা হলেও সেটা প্রকাশ করা হয়নি। তবে সিআইএর চার সাবেক কর্মকর্তা জানিয়েছেন,২০১১ সালের দিকে সিআইএর গুপ্তচররা নিখোঁজ হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন