News71.com
 International
 21 May 17, 12:13 AM
 212           
 0
 21 May 17, 12:13 AM

এবার শত্রুপক্ষে দ্রুত হামলা চালাতে নিজস্ব বিমান বাহিনীর দাবি করল ভারতীয় স্থল সেনা।।  

এবার শত্রুপক্ষে দ্রুত হামলা চালাতে নিজস্ব বিমান বাহিনীর দাবি করল ভারতীয় স্থল সেনা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ এবার শত্রুপক্ষে হামলা চালাতে নিজেদের জন্য একটি ছোট অথচ পারদর্শী নিজস্ব বিমান বাহিনীর দাবি জানাল ভারতীয় স্থল সেনা। ইতিমধ্যে মোদি সরকারের কাছে এই মর্মে আবেদনও করতে চলেছে তারা। জানা গেছে,ভারতীয় স্থল সেনার পক্ষ থেকে আবেদনে জানান হতে পারে,প্রয়োজনীয় তিন স্কোয়াড্রন হেভি-ডিউটি অ্যাটাক হেলিকপ্টার,চপারের বিষয়ে। যা যেকোনও সময়ে শত্রুপক্ষে চরম আঘাত হানতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩৯৫২ কোটি টাকায় ২২টি অ্যাপাচ অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ভারত সরকার। স্থল সেনার পক্ষ থেকে বলা হয়েছে,সেই ২২টি হেলিকপ্টারের মধ্যে ১১টি তাদের হাতে তুলে দেওয়ার কথা। আজ শনিবার প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির সভাপতিত্বের হতে চলা ডিফেন্স অ্যাকুইসিশন কাউন্সিলের মিটিং-য়ে উঠতে চলেছে স্থলসেনার এই প্রস্তাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন