আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনী বিদ্রোহীদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়,সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ইউনিট ‘হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।ক্ষেপণাস্ত্রটি রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি জনবিরল এলাকায় পড়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি,উপসাগরীয় ও মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার সৌদি আরব পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটকে অস্ত্র,গোয়েন্দা তথ্য ও আকাশ পথে অভিযান চালানোর জন্য জ্বালানি সরবরাহের মাধ্যমে সহায়তা করে আসছে। আর এ কারণেই এ হামলা বলে মনে করা হচ্ছে। দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হামলা শুরুর পর থেকে এটাই এ যাবতকালের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।