আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইস্ট জাভা উপকূলের কাছে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ফেরিতে আগুন ধরে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬৮ জন নিখোঁজ রয়েছে বলে আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধারকর্মীরা। দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা’র মুখপাত্র মারসুদি জানানসুমেনেকের সামালেম্বো দ্বীপের কাছে মুতিয়ারা সেন্টোশা নামের ফেরিটিতে আগুন ধরে যায়।
যদিও প্রতিবেদনে বলা হয়,ফেরি থেকে প্রায় ১৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মারসুদি এই খবরগুলোকে নাকচ করে দেন। তিনি বলেন,খবরগুলো ঠিক নয়। মাত্র ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন জন মারা গেছে এবং অন্যরা নিরাপদ আছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এতে দুটি হেলিকপ্টার,বেশ কয়েকটি জাহাজ ও প্রায় ২০০ লোক অংশ নিয়েছে।