News71.com
 International
 20 May 17, 01:03 PM
 224           
 0
 20 May 17, 01:03 PM

লিবিয়ার বিমানবন্দরে সরকারি বাহিনীর অভিযানে বেসামরিক লোকসহ নিহত ১৪০।।

লিবিয়ার বিমানবন্দরে সরকারি বাহিনীর অভিযানে বেসামরিক লোকসহ নিহত ১৪০।।

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার বার্ক আল-শাতি বিমানবন্দরে সরকারী বাহিনীর এক অভিযানে বেসামরিক লোকসহ অন্তত ১৪০ বিদ্রোহী নিহত হয়েছে। এর আগে জানানো হয়,গত বৃহস্পতিবার দেশটির সরকারের সহযোগী মিলিশিয়া বাহিনী বার্ক আল-শাতি বিমানবন্দরের দখল নিতে গেলে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে সেসময় ৬০ জনের মৃত্যুর খবর জানানো হয়। জানা গেছে,এ ঘটনা খতিয়ে দেখতে তদন্তের বিরুদ্ধে মত দিয়েছে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও মিলিশিয়া কমান্ডার উভয়েই। এছাড়া এ অভিযানের কোনো আদেশ দেয়া হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

তবে এক মিলিশিয়া মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়,বিমানবন্দরটিকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া সকল বিদ্রোহী বাহিনীকে ধ্বংস করে দেয়া হয়েছে। শহরের মেয়র বলেন,বিমান থেকে গোলা ছোড়া হয়েছে। নিহতদের সবাই বিদ্রোহী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সদস্য। গত ডিসেম্বর থেকেই তারা বিমানবন্দরটি দখল করে রেখেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন