News71.com
 International
 20 May 17, 12:01 PM
 215           
 0
 20 May 17, 12:01 PM

গরম হাওয়ার দাপটে কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি।।  

গরম হাওয়ার দাপটে কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ শুষ্ক গরম হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা পৌঁছেলে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। চড়া রোদের এই তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার ১৯ মে থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবারের আগ পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশি। এদিন থেকে চড়া রোদের সঙ্গে কলকাতার বাতাসে আর্দ্রতা অনেকটাই কমে গেছে। রোদ আর গরম হাওয়ার যুগলবন্দীতে কলকাতার তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।

তবে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরলেও বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোর তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে আগেই। আন্দামানে বর্ষা এসে গেলেও কলকাতায় তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরর সূত্র জানায়,আরও দু’তিন দিন গরম বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্প না থাকায় কালবৈশাখীর সম্ভাবনাও কম। এ মৌসুমে কলকাতা আটবার কালবৈশাখী ঝড় হয়েছে। তবে এ মুহূর্তে কালবৈশাখীর আশাও ক্ষীণ। তাই তাপ প্রবাহ সহ্য করা ছাড়া গতি নেই কলকাতাবাসীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন