আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘অর্থ জালিয়াতির’ অভিযোগ উঠেছে। রাশিয়ার সম্পত্তির নানা নথি যাচাই-বাছাই করে গতকাল। জানা গেছে,ফার্স্ট লেডি থাকার সময় গোপনে তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠান চালু করেন। পরে ওই ফাউন্ডেশন একটি ঐতিহ্যবাহী অভিজাত ভবনের মালিকানা পায়। ওই ভবন থেকে ভাড়া বাবদ মোটা অঙ্কের যে অর্থ আসে,তার প্রায় পুরোটা পায় একটি বেসরকারি কোম্পানি। আর এই কোম্পানির মালিকের নাম,একই নাম পুতিনের সাবেক স্ত্রীরও। তবে দুজন একই ব্যক্তি কি না,তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিজাত ওই ভবনটির নাম ভলকনস্কি হাউস। সোভিয়েত আমলেরও আগে নির্মিত এ ভবনের অবস্থান মস্কোর প্রাণকেন্দ্রে। বর্তমানে এর মালিকানায় রয়েছে অলাভজনক প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ইন্টার পারসনাল কমিউনিকেশনস (সিডিআইসি)। এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ২০০২ সালে।সিডিআইসি প্রতিষ্ঠায় সহযোগিতা করেন পুতিনের সাবেক স্ত্রী লিউদমিলা পুতিনা। লিউদমিলার সঙ্গে পুতিনের দাম্পত্যজীবন ১৯৮৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত।
সুত্রের খবর অনুযায়ী,২০০৬ সালে লিউদমিলা সিডিআইসির ট্রাস্টি ছিলেন। এছাড়া ভবন মেরামতের ক্ষেত্রে পুতিন নানাভাবে সহযোগিতা করেন। ভলকনস্কি হাউসে সিডিআইসির একটি অফিস আছে। ভবনের বাকি অংশ ভাড়া দেওয়া। রাষ্ট্রীয় দুটি ব্যাংকও সেখানে অফিস ভাড়া নিয়েছে। আর ভাড়া বাবদ ওই ভবন থেকে বছরে কোটি কোটি ডলার আয় হয়।
খবরে বলা হয়,ভবনটিতে যতগুলো প্রতিষ্ঠান আছে,সবার কাছ থেকে ভাড়া আদায় করে মেরিডিয়ান নামের একটি কোম্পানি। এই কোম্পানির ৯৯ শতাংশের মালিক আবার ইন্টারসার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠান। ২০১৪ সাল থেকে এই কোম্পানির (ইন্টারসার্ভিসেস) মালিকানায় রয়েছেন এক নারী। তাঁর নাম লিউদমিলা আলেকজান্দ্রোভনা স্ক্রেবনায়োভা। পুতিনের সাবেক স্ত্রীর পারিবারিক নামও হুবহু এই নারীর মতোই।
লিউদমিলা আলেকজান্দ্রোভনা স্ক্রেবনায়োভা নামের এই নারী পুতিনের সাবেক স্ত্রী কি না,তা তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। কিন্তু সন্দেহ করার যথেষ্ট যুক্তিও আছে। কারণ এ কোম্পানির (ইন্টারসার্ভিসেস) সাবেক মহাপরিচালক ছিলেন ওলগা আলেকজান্দ্রোভনা তিসোমায়েভা,যাঁকে রাশিয়ার একাধিক গণমাধ্যম পুতিনের সাবেক স্ত্রীর বোন হিসেবে খবরে উল্লেখ করেছিল।