News71.com
 International
 20 May 17, 11:03 AM
 159           
 0
 20 May 17, 11:03 AM

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর হস্তক্ষেপের দাবি জানিয়ে অনশনে বসেছেন শহিদ পরিবার।।  

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর হস্তক্ষেপের দাবি জানিয়ে অনশনে বসেছেন শহিদ পরিবার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছর ১৬ অক্টোবর রাজৌরিতে পাকিস্তানি সেনাদের হামলায় শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা সুদেশ কুমার। সেই সময় শহিদ পরিবারের পাশে দাঁড়িয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন বিজেপি নেতারা। কিন্তু মুখের আশ্বাসই সার। বছর ঘুরে গেলেও শহিদের গ্রাম পানসুখা মিলাকের এতটুকু পরিবর্তন হয়নি। গ্রামবাসীরা যে তিমিরে ছিলেন,আজও সেখানেই রয়ে গিয়েছেন। আর তাতেই ছাড়িয়েছে সহ্যের সীমা। তাই প্রতিবাদ জানাতে আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেন শহিদ পরিবারের লোকজন ও ভারতের উত্তরপ্রদেশের ওই ছোট্ট গ্রামটির বেশ কিছু স্থানীয় বাসিন্দা। তাদের দাবি একটাই। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গ্রামে এসে স্বচক্ষে দেখে যান যে,কোনও প্রতিশ্রুতিই পূরণ করা হয়নি।

গত বছর যখন সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন সুদেশ,তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব৷ সেই সময় শহিদ সুদেশের শেষকৃত্যে অখিলেশকে আসার অনুরোধ জানিয়েছিল তার পরিবার। কিন্তু সমাজবাদী পার্টি কোনও নেতা না আসায় সেই সুযোগ নেন বিজেপি নেতারা। বিধানসভা ভোটের আগে বিজেপি সহ-সভাপতি শিবপ্রতাপ শুক্লা,রাজ্য সাধারণ সম্পাদক অশোক কাটারিয়া ও স্থানীয় সাংসদ সতপল সাইনি সেই সময় গ্রামে উপস্থিত হয়ে গ্রামের উন্নতির আশ্বাস দিয়েছিলেন।

রাজনৈতিক দলের রেষারেষিতে প্রতিশ্রুতি মিলেছিল ঠিকই। কিন্তু বছর ঘুরে গেলেও গ্রামে কোনও পরিবর্তন আসেনি। আর সেই কারণেই এবার প্রতিবাদে নেমেছে শহিদের পরিবার। শহিদ সুদেশের ভাই মনোজ কুমার জানান,বিজেপি নেতারা গ্রামে একটি পেট্রল পাম্প তৈরি করে দেবেন বলেছিলেন। সেই সঙ্গে গ্রামের রাস্তাঘাটের উন্নতি ও প্রাইমারি স্কুলের নাম সুদেশের নামে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এসবের কোনওটিই হয়নি। সুদেশের স্ত্রী কবিতা,মা সন্তোষ কুমারি,বাবা ব্রহ্মপাল সিং,ভাই অনিল কুমার বেশ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে অনশনে বসেছেন। সুদেশের বাবা বলেন,তৎকালীন মুখ্যমন্ত্রী (অখিলেশ যাদব) ইতাহে এক শহিদের বাড়ি গিয়েছিলেন। কারণ তিনিও যাদব ছিলেন। কিন্তু আমাদের এখানে আসেনি। শহিদের ক্ষেত্রে এই বৈষম্য আশা করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন