আন্তর্জাতিক ডেস্কঃ রেস্তোরাঁয় নাকি মানুষের মাংস বিক্রি হয়! এই অভিযোগে এবার ঝাঁপ বন্ধ হতে চলেছে লন্ডনের একটি ভারতীয় রেস্তোরাঁর। অভিযোগ,পূর্ব লন্ডনের কারি ট্যুইস্ট নামে একটি ভারতীয় রেস্তোরাঁয় নাকি মানুষের মাংস বিক্রি হয়। একটি ওয়েবসাইটে এমনই একটি ভুল খবরের জেরে বিপাকে পড়েন ওই রেস্তোরাঁর মালিক শিনরা বেগম।
মানুষের মাংস বিক্রির ভুল খবর প্রচারের পর থেকেই ওই রেস্তোরাঁর মালিককে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গে পুলিশও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর। শুধু তাই নয়,আর কখনও যদি ওই রেস্তোরাঁ খোলার চেষ্টা করা হয়,তাহলে সব জানলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও শিনরা বেগমকে হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়,ওই ভুয় খবরে ছড়িয়ে দেওয়া হয়,পূর্ব লন্ডনের ওই ভারতীয় রেস্তোরাঁর ফ্রিজ থেকে নাকি মানুষের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কিন্তু,খবরটি যে পুরোটাই ভুল,সে বিষয়ে পালটা অভিযোগও দায়ের করেছেন শিনরা বেগম।