নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার ঝিকিড়া সানদারপাড়ায় সোহেল ও আবু তালেবের দলের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আহতদের মধ্যে নয়ন জল (৪০),ঝন্টু হোসেন (৫০), আবু তালেব (৩২), সাথী বেগম (৪৫),সুলতানা বেগম (২৮),শিমলা খাতুন (১৮),এনামুল ইসলাম (১৮),শ্রাবণ (২৬), মাধুর্য (১৮),খোকা(৩০),সেতু খাতুন (১৭),মিতু খাতুন (২০),পামওয়েলকে (৩০) উল্লাপাড়ার স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাথী বেগম ও জন্টু হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার লেবু হোসেন জানান,গতকাল বৃহস্পতিবার নয়ন জলের ছেলে আবু তালেব (৩২) প্রবাসী হান্নান হোসেনের আম গাছে থেকে আম পাড়ে। এ সময় হান্নানের কেয়ারটেকার সোহেল হোসেনের স্ত্রী সুলতানা বেগম (২৮) ও আবু তালেবকে বাধা দিলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় সুলতান বেগম আহত হন। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে আবু তালেবসহ নয়ন জলের সাত ছেলে স্থানীয় ২০-২৫ জন লোককে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সোহেলের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে বহিরাগত সাথী বেগম ও ঝন্টুসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লপাড়া মডেল থানার এসআই (তদন্ত) আসলাম হোসেন জানান,আম পাড়াকে কেন্দ্র করে সোহেল ও আলতাবের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। উভয় পক্ষের কেউ এখন পর্যন্ত মামলা করেনি বলে জানান ওসি।