News71.com
 International
 19 May 17, 09:27 PM
 154           
 0
 19 May 17, 09:27 PM

বন্দুকধারীর হামলায় আবারও রক্তাক্ত বালুচিস্তান।।

বন্দুকধারীর হামলায় আবারও রক্তাক্ত বালুচিস্তান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের বন্দুকধারীর হামলায় রক্তাক্ত হল বালুচিস্তান। পাকিস্তানের এই বৃহত্তম প্রদেশে ফের প্রকাশ্যে হত্যা করা হল শ্রমিকদের। মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। ঘটনাস্থল বালুচিস্তানের কেছ জেলা। বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। গত সপ্তাহে বন্দুকধারীদের হামলায় রক্তাক্ত হয়েছে বালুচিস্তান। সেই হামলায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। চিন-পাকিস্তান অর্থনৈতিক অঞ্চল গোয়াদর বন্দর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছিল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এই সংগঠনটি তীব্র পাকিস্তান সরকার বিরোধী ও স্বাধীন বালুচিস্তান গঠনের লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালাচ্ছে।

এবার কেছ জেলায় যে হামলা হয়েছে তার পিছনে বিএলএ জড়িত বলেই মনে করা হচ্ছে। হামলাকারীরা বাইকে এসেছিল। স্থানীয় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের উপর তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তে ছড়ায় আতঙ্ক। হামলা চালিয়েই বাইক আরোহীরা পালিয়েছে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন