আন্তর্জাতিক ডেস্কঃ কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের সামনে বেশ বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতীয় আইনজীবী হরিশ সালভের সামনে গলাই তুলতে পারেননি পাকিস্তানের পক্ষের আইনজীবী খাওয়ার কুরেশি। যার জেরে আন্তর্জাতিক আদালতের রায় তো তাদের বিরুদ্ধে গেছে,সেই সঙ্গে দেশবাসীর সামনেও মাথা নিচু হয়ে গেছে। সময় থাকতেই তাই ভুল সংশোধন করেত উঠেপড়ে লেগেছে পাকিস্তান। তাই কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করতে নতুন আইনজীবী বহাল করতে চলেছে তারা।
জানা গেছে,সম্পূর্ন পাল্টে ফেলা হবে দ্য হেগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাওয়া গোটা আইনজীবী দলকেই। এমন খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী সরতাজ আজিজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের নিরদেশ পাকিস্তানের বিরুদ্ধে গিয়েছে। সময় থাকতেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ইসলামাবাদ। দ্য হেগে আমাদের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য খুব শিগগির নতুন আইনজীবী নিয়োগ করা হবে।