News71.com
 International
 19 May 17, 03:41 PM
 206           
 0
 19 May 17, 03:41 PM

চীনের লিয়াওনিং প্রদেশে নর্দমার পরিষ্কার করার সময় ৮ জনের মৃত্যু।।

চীনের লিয়াওনিং প্রদেশে নর্দমার পরিষ্কার করার সময় ৮ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দর নগরী দলিয়ানে আজ শুক্রবার নর্দমার ময়লা পরিষ্কার করার সময় আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। জেলার পার্টি কমিটির প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়,লুশুনকো জেলার লংতো কমিউনিটির ইয়ানচেং গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন