News71.com
 International
 19 May 17, 12:16 PM
 215           
 0
 19 May 17, 12:16 PM

ভারতের গোয়ায় সেতু ধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন।।  

ভারতের গোয়ায় সেতু ধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন।।    

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় একটি সেতু ভেঙ্গে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নদীতে পড়ে আরো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সুত্র জানায়, সেতুটি ভেঙ্গে পড়ার সময় অনেক মানুষ সেখান থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে উদ্ধারকারীরা তাদের সহায়তায় ছুটে আসে। কুরচোরেমের সানভোরডেম নদীতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর সময় তা দেখতে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে পড়ার সময় সেতুটিতে কমপক্ষে ৫০ জনের মতো পথচারী ছিলো। জানা গেছে,৬০ বছরের বেশি সময় আগের তৈরি ওই সেতুটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল স্থানীয় প্রশাসন। এক পুলিশ কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন,ধসে পড়া সেতুর নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে তল্লাশি চলছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিং বলেছেন,তিনি সর্বদা এই উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন