News71.com
 International
 19 May 17, 12:03 PM
 219           
 0
 19 May 17, 12:03 PM

সিরিয়ার যুদ্ধকবলিত শিশুদের ঘর দেবে তুরস্ক।।  

সিরিয়ার যুদ্ধকবলিত শিশুদের ঘর দেবে তুরস্ক।।   

আন্তর্জাতিক ডেস্ক; সিরিয়ার যুদ্ধ কবলিত শিশুদের জন্য তুরস্ক এক বিশাল জায়গা দিয়েছে। যেখানে যুদ্ধে পরিবার হারানো এসব শিশুদের জন্য ঘর ও শিক্ষার ব্যবস্থা করা হবে। রেহানিল নামে সীমান্তবর্তী ঐ এলাকায় প্রায় এক হাজার শিশুর জন্য বাসস্থান তৈরি করা হবে। মোট ৫৫ টি বাড়ির মত তৈরি করা হবে সেখানে থাকবে চারটি স্কুল,একটি মসজিদ,খেলার মাঠ এবং খোলা জায়গা।এই কেন্দ্রটি দুই বছরের কম সময় আগে তুরস্কের সরকার এবং দুটি সাহায্য সংস্থার অর্থে গড়ে তোলা হয়েছি। ইউনিসেফ বলছে সিরিয়াতে ছয় বছরের যুদ্ধে ছয় মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের সরকার সমর্থিত আইএইচএইচ এবং কাতার ভিত্তিক আরএএফ এই অরফ্যান সিটি'গড়ে তোলে। তারা বলছে তাদের উদ্দেশ্য সিরিয়ার শিশু যারা সব কিছু হারিয়ে রাস্তায় রয়েছে তাদের মানসিক ভাবে সাহায্য করা। এছাড়া আরো পাঁচ হাজার শিশু যারা ঐ কমপ্লেক্সে থাকবে না তাদেরকেও সাহায্য করবে তুরস্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন