আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ফের পুলিস স্টেশনে জঙ্গিহানা। ঘটনায় আহত হলেন এক পুলিসকর্মী সহ কয়েকজন সাধারণ মানুষ। তাঁদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের সাফা কাদাল এলাকায়। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেনা প্রধান বিপিন রাওয়াতের সঙ্গে আজই কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তারপরই এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা।
দিন কয়েক আগেই সীমান্তে পাক সেনা দফায় দফায় গুলি চালিয়েছে। যদিও, ভারতের তরফেও সেই হামলার জবাব দেওয়া হয়। তবে, আজকের ঘটনার পর গোটা এলাকায় নতুন করে তল্লাসি শুরু করেছে পুলিস।