News71.com
 International
 19 May 17, 12:09 AM
 207           
 0
 19 May 17, 12:09 AM

এক মঞ্চে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।।

এক মঞ্চে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ বৃহস্পতিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে ইন্ডিয়ান ইন্সিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস (আইআইএলডিএস)-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য জুড়ে মমতার উদ্যোগে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে তার সাধুবাদ জানান রাষ্ট্রপতি। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের কয়েকটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি, অহেতুক বিল বাড়িয়ে দেখানো সহ যে একাধিক অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসার পরিবর্তে সেবা বিক্রি করার অভিযোগ আসতেই মমতা হাসপাতাল,চিকিৎসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করছেন। শিক্ষা,স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি (মমতা) অনেক কাজ করছেন।

রাষ্ট্রপতি আরও বলেন ‘আমি পশ্চিমবঙ্গের মানুষ,এখানেই গত পঞ্চাশ বছর ধরে রাজনীতি করেছি কিন্তু রাষ্ট্রপতি হবার পর আমি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যে এসেছি এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে উপস্থিত ছিলেন। কাজেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় উপলব্ধি করেছি যে কি দ্রুততার সঙ্গে এখানে কাজ হচ্ছে এবং কাজ এগোচ্ছে। তাই ওর (মমতা) থেকে বয়সে অনেক বড় হিসাবে আমি তাঁকে আশীর্বাদ করতে পারি যে তুমি মহান কাজে এগিয়ে যাও,ঈশ্বর তোমাকে সাহায্য করবেন,ভগবান তোমাকে সাহায্য করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন