আন্তর্জাতিক ডেস্কঃ সাত খুন মাফ বলে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে। কিন্ত এই বেচারা হাতি লিমিট'অতিক্রম করে গিয়েছে। সে এক মাসে মোট ৮ জন মানুষকে হত্যা করেছে! ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবুজারণ্য জেলা বলে পরিচিত আলিপুরদুয়ারে এই ঘটনা ঘটেছে। হাতিটির নাম বাঁয়া গণেশ। গতকাল বুধবার পর্যন্ত বাঁয়া গণেশের শেষ শিকার হন ৮০ বছরের একজন প্রবীণ পুরোহিত। এবার সেই হাতিকে সম্ভবত মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হচ্ছে!
সূত্রে জানা গেছে,ওই খুনি হাতির মৃত্যুদণ্ড কার্যকর করতে বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী অধিদপ্তর। তবে মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে বাঁয়া গণেশের মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের পশু প্রেমীরা। হাতি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া বলেছেন,হাতিরা সব সময় দলবদ্ধ হয়ে চলাচল করে। এছাড়া পুরুষ হাতিরা তাদের সঙ্গিনী দখলের লড়াইয়ের ক্ষেত্রে একেবারে আপোষহীন। বাঁয়া গণেশ একইসঙ্গে দলছুট হয়ে এবং সঙ্গিনী হারিয়ে পাগল প্রায়! ক্রুদ্ধ স্বভাবের কারণে তার ডান দিকের দাঁত ভেঙে গেছে। তেমনি বাম কানেও বড় ধরণের আঘাত পেয়েছে। এজন্যই তার রাগ গিয়েই পড়ছে মানুষের ওপর।