আন্তর্জাতিক ডেস্কঃ কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল আন্তর্জাতিক আদালত। যতক্ষণ না আন্তর্জাতিক আদালতে শুনানি শেষ হচ্ছে,ততক্ষণ ভারতীয় নৌসেনার ওই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ পাকিস্তান করতে পারবে না,পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিলেন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম। স্বাভাবিক ভাবেই এই রায়ে উচ্ছ্বসিত ভারত সরকার। রায় শোনার পরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ফোন করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কূলভূষণ যাদবের মামলায় আন্তর্জাতিক আদালত যেন হস্তক্ষেপ না করে,এই মামলা আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার ভুক্ত নয়,অভিযোগ করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের অভিযোগ মানল না আন্তর্জাতিক আদালত। রায় ঘোষণা করে আন্তর্জাতিক আদালত জানাল,এই মামলায় হস্তক্ষেপ করার অধিকার আন্তর্জাতিক আদালতের রয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ীই কূলভূষণ যাদবের মামলায় হস্তক্ষেপ করতে পারে আন্তর্জাতিক আদালত। এমনটিই জানান,আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট জাস্টিস রনি আব্রাহাম।