News71.com
 International
 18 May 17, 07:36 PM
 177           
 0
 18 May 17, 07:36 PM

স্বদেশি প্রযুক্তিতে নতুন ১০টি পারমাণবিক চুল্লি তৈরি করছে ভারত।।

স্বদেশি প্রযুক্তিতে নতুন ১০টি পারমাণবিক চুল্লি তৈরি করছে ভারত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পারমাণবিক শক্তি সক্ষমতা বাড়াতে স্বদেশি প্রযুক্তিতে নতুন করে আরো ১০টি ভারী পানির চুল্লি তৈরির ঘোষণা দিয়েছে ভারত। গতকাল বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভা এই সংক্রান্ত এক বিলের অনুমোদন দেয়।জানা গেছে,বিশ্বে বিদ্যুৎ আমদানিতে প্রথম সারিতে রয়েছে ভারত এবং নিজেদের চাহিদার বেশিরভাগ বিদ্যুৎই আসে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। তবে পরমাণু শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই প্রথম একসঙ্গে এত বড় প্রকল্পে অনুমোদন দিল মন্ত্রীসভা। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল জানান,এর ফলে মোট ৭ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু শক্তি উৎপন্ন হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে,রাজস্থানের মাহি বাঁশওয়াড়া,মধ্যপ্রদেশের চুটকা,কর্ণাটকের কাইগা এবং বহিয়ানার গোরক্ষপুরে ওই ১০টি চুল্লি তৈরি করা হবে। প্রস্তাবিত প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে। এছাড়া, এই প্রকল্পের বাস্তবায়ন হলে দেশীয় সংস্থাগুলি প্রায় ৭০ হাজার কোটি টাকার কাজ বরাদ্দ পাবে। পরমাণু শক্তি মন্ত্রণালয় বলছে,উচ্চ চাপে ভারী পানি বা ডয়টেরিয়াম অক্সাইড দিয়ে এই পরমাণু চুল্লিগুলি চালানো হবে। এই মুহূর্তে দেশে ২২টি চুল্লি থেকে ৬৭৮০ মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়। এছাড়া,রাজস্থান,গুজরাট ও তামিলনাড়ুতে নির্মীয়মাণ পরমাণু চুল্লিগুলিতে উৎপাদন শুরু হলে আগামী ২০২১-২২ অর্থবছরের মধ্যে আরও ৬৭০০ মেগাওয়াট শক্তি উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন