আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। গতকাল বুধবারের এই ঘটনায় অপর ২৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। তারা বলেন,ক্যারিবিয়ান বন্দর কার্টাজেনার ওই শিপইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। এটি দুর্ঘটনা না হামলা তা নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ। স্থানীয় দমকল বিভাগের এক নারী মুখপাত্র বলেন,সেখানে তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে দুটি একই স্থানে।
তিনি আরও বলেন,দুটি বিস্ফোরণ মার্কিন জাহাজ নির্মাণ কোম্পানি আস্তিভিকে আঘাত করে। তৃতীয়টি কলম্বিয়ান নাভাল কর্পোরেশন কোটেকমারে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ এই ঘটনায় কোন দেশের কয়জন নাগরিক মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।