News71.com
 International
 18 May 17, 06:58 PM
 169           
 0
 18 May 17, 06:58 PM

আমাকে সরানোর ক্ষমতা কারও নেই। কলকাতার বিতর্কিত ইমাম বরকতি

আমাকে সরানোর ক্ষমতা কারও নেই। কলকাতার বিতর্কিত ইমাম বরকতি

 

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে গতকাল বুধবার সরিয়ে দেওয়া হয়েছে মাওলানা নূর উর রেহমান বরকতিকে। তবে খবর কানে পৌছনোর পর তিনি যে পদ থেকে সরছেন তা জানিয়েছেন দিয়েছেন বিতর্কিত এই মুসলিম ধর্মগুরু। বলেছেন,আমাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। ইমাম ইমামই।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সুত্র জানায়,দেশবিরোধী বক্তব্য রাখার জন্য বরকতিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁকে অফিস ঘর খালি করে দিতে হবে। তাঁর ডেপুটিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই মসজিদের নতুন ইমাম পদে নতুন কাউকে বসানো হবে। কিন্তু সেই সিদ্ধান্ত মানছেন না বরকতি। তিনি স্পষ্ট জানিয়েছেন,মসজিদের ইমাম ইমামই। তাঁকে কেউ সরাতে পারে না। ইমাম কারও কথায় চলে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন