আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তের জন্য সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুয়েলারকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার তাকে বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপ ছিল- এমন অভিযোগ রয়েছে। সম্প্রতি এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে,রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করায় তাকে ট্রাম্প বরখাস্ত করেন।
গতকাল বুধবার রবার্ট মুয়েলারকে নিয়োগ দেয় আমেরিকার বিচার বিভাগ। ট্রাম্পের শাসনাধীনে তিনি কীভাবে নিরপেক্ষভাবে তদন্ত করেন সেটিই এখন দেখার বিষয়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সময় রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের কোনো হস্তক্ষেপ ছিল কী না সেটিও তদন্ত করবেন বরার্ট মুয়েলার।