News71.com
 International
 18 May 17, 11:54 AM
 232           
 0
 18 May 17, 11:54 AM

যুক্তরাষ্ট্র থেকে ১৪৫ টি আলট্রা লাইট কামান কিনছে ভারত

যুক্তরাষ্ট্র থেকে ১৪৫ টি আলট্রা লাইট কামান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ তিন যুগ পর যুক্ত হল দুটি 145 M-777 আল্ট্রা লাইট কামান। ১৯৮০ সালে বোফর্স কেলেঙ্কারির পর থেকে আর কোনও কামান আসেনি ভারতীয় সেনাবাহিনীর হাতে। যুক্তরাষ্ট্র থেকে এগুলি ভারতে আমদানি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী ৪-৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে আরও ১৪৫টি কামান কিনতে যাচ্ছে ভারত। জানা গেছে, একটি চার্টার্ড বিমানে করে ভারতে আনা হয় কামান দুটি। এদিনই এদুটিকে পোখারানে নিয়ে পরীক্ষা করা হবে। এটিকে সেনাবাহিনীর ব্যবহারযোগ্য করে তুলতে আরও কিছু কাজ করতে হবে বলেও জানা গেছে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে ৭৩৭ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আনা হবে আরও কামান। ২০২১-এর মধ্যে মোট ১৪৫টি কামান নিয়ে আসা হবে দেশটি থেকে। তবে প্রথম ২৫টি আনা হবে যুক্তরাষ্ট্রে মূল ভূখন্ড থেকে আর বাকি ১২০টি কামান তৈরি হবে ভারতে।

চীন সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী। হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব। এছাড়াও লারসেন অ্যান্ড টারবো সংস্থার সঙ্গে ৪৩৬৬ কোটি টাকার চুক্তি হয়েছে, যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হবে ১০০টি কামান। ৪২ মাসের মধ্যে সেনাবাহিনীর হাতে আসবে এগুলি।

বোফর্স কেলেঙ্কারির পর থেকে গত ৩০ বছরে ১৩ লাখ সেনা সদস্য সমৃদ্ধ ভারতীয় সেনার হাতে কোনও কামান আসেনি। নতুন M-777 আল্ট্রা লাইট কামানএর ওজন মাত্র ৪ টন। টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এগুলি। লাদাখের মত অঞ্চলে সহজেই এয়ার লিফট করে নিয়ে যাওয়া যাবে এগুলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন