আন্তর্জাতিক ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অমিল মাধব দাভে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। ২০০৯ থেকে রাজ্যসভার সদস্য দাভে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। গত বছর এই দায়িত্ব পান তিনি। মধ্যপ্রদেশের বারনগর থেকে আসা দাভে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য। তিনি অবিবাহিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন, পরিবেশ রক্ষার ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন দাভে। তাঁর এই মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি হিসেবে গণ্য হবে