News71.com
 International
 17 May 17, 10:18 PM
 283           
 0
 17 May 17, 10:18 PM

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের ভূমিকার প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের ভূমিকার প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কিম জং উন প্রশাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কড়া নীতির প্রশংসায় এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর মতে,উত্তর কোরিয়ার মিসাইল এবং পরমাণু অস্ত্র পরীক্ষা এবার আরও নতুন সমস্যা ডেকে আনতে চলেছে। ওবামা প্রশাসনের সময় আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বাড়ানো হলেও,উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে পিছিয়ে আসেনি।

এক সাক্ষাৎকারে আবে জানিয়েছেন,কিম জং উনের শাসনকালে গত একবছরে ২০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার এই অস্ত্র পরীক্ষার বিষয়টি ক্রমশই এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তিনি এই বিষয়ে ট্রাম্পের ভূমিকারও যথেষ্ট প্রশংসা করেন। পাশাপাশি এও জানান,আমেরিকা এবং উত্তর কোরিয়ার কাছে আবেদন জানানো হবে পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে যাতে তারা বিরত থাকে। আর এবিষয়ে উত্তর কোরিয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বাড়ানো হচ্ছে,একথাও বলেন তিনি। বিষয়টির শান্তিপূর্ণভাবে সমাধানে ইচ্ছুক তিনি। এক্ষেত্রে আমেরিকাও যে জাপানের মতোই চিন্তাভাবনা পোষণ করেন,তেমনটাই মনে করেন শিনজো আবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন