News71.com
 International
 17 May 17, 08:22 PM
 226           
 0
 17 May 17, 08:22 PM

ভারতের ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংষর্ষ, নিহত ১৫ মাওবাদী।।  

ভারতের ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংষর্ষ, নিহত ১৫ মাওবাদী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ মাওবাদী নিহত হয়েছেন। ছত্রিশগড়ের দান্তেওয়াড়ার বাস্তারের জঙ্গলে গত পাঁচদিনের সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও তাদের একজনেরও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদের এক সদস্য নিহত হওযার পাশাপাশি দুইজন আহত হয়েছেন।

এর আগে,গত ২৪ এপ্রিল ছত্রিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিল। এরপরই মাওবাদী দমনে জোর অভিযানে নামে কেন্দ্রীয় বাহিনী। আজ বুধবার সিআরপিএফ’এর জানানো হয়েছে,গত ১২ মে ১৬ মে পর্যন্ত রাজ্যটির বিজাপুরের বাসাকুরা এলাকায় এই অভিযান চালানো হয়। যৌথ অভিযানে ছিল রাজ্য পুলিশ, সিআরপিএফ, কমান্ডো ব্যাটেলিয়ান ফর রেজলিউট অ্যাকশন (কোবরা),স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাহিনীর সদস্যরা।

ছত্রিশগড় পুলিশের স্পেশাল ডিজি ডি.এম.অবস্থি জানান,তিনটি এনকাউন্টারে যৌথবাহিনীর হাতে প্রায় ১২ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে। নিহতের সংখ্যা এর থেকে বেশিও হতে পারে, আমাদের কাছে এখনও নির্দিষ্ট তথ্য এসে পৌঁছয়নি। সিআরপিএফ’এর অন্য আরেক কর্মকর্তা জানান,গভীর জঙ্গলে আমাদের বাহিনী অভিযান চালাতে গিয়ে দেখে যে মাওবাদীরা গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আছে। যদিও অভিযান শেষে কোনো মাওবাদীর লাশ বা গোলাবারুদ উদ্ধার করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন