News71.com
 International
 17 May 17, 08:19 PM
 224           
 0
 17 May 17, 08:19 PM

আফগানিস্তানে টিভি স্টেশনের জঙ্গী হামলায় ২ পুলিশসহ নিহত ১০  

আফগানিস্তানে টিভি স্টেশনের জঙ্গী হামলায় ২ পুলিশসহ নিহত ১০   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জালালাবাদ শহরে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসলামিক স্টেট (আইএস) এর বন্দুকধারী জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএ-র কর্মী ও দুইজন পুলিশ।

এছাড়া আইএসের চার বন্দুকধারী প্রতিরোধের মুখে নিহত হয়েছে। হামলার শুরু ভবনের বাইরে দুই আত্মঘাতী জঙ্গির বোমা বিস্ফোরণের মাধ্যমে। এরপর দুই জঙ্গি বন্দুক নিয়ে ভবনের ভেতর ঢুকে পরে,তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরের নিকটে আইএসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এখানে তালেবানেরও শক্তিশালী অবস্থান রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন