News71.com
 International
 17 May 17, 08:19 PM
 218           
 0
 17 May 17, 08:19 PM

তিন তালাককে মারণপ্রথা বলে আখ্যায়িত করল ভারতের সুপ্রিম কোর্ট

তিন তালাককে মারণপ্রথা বলে আখ্যায়িত করল ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত তিন তালাক রীতি নিয়ে মামলায় দুইপক্ষের সওয়ালজবাব চলছেই। আজ বুধবার অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, বিয়ের সময় মুসলিম মহিলাদের তিন তালাকপ্রথা অমান্য করার অধিকার দেওয়া যাবে কি না।পাশাপাশি শীর্ষ আদালত বলেছে,তিন তালাক এক মারণপ্রথা। আদালত প্রশ্ন করে,মুসলিম ল বোর্ডের নির্দেশ কি সমাজের সর্বস্তরের কাজিদের মেনে চলতেই হয়? জবাবে ল বোর্ডের আইনজীবী ইউসুফ মুচালা জানান,কাজিদের বোর্ডের নির্দেশ মানতেই হবে,এমন কোনও বাধ্যবাধকতা নেই।

এরপর সুপ্রিম কোর্ট আরও জানতে চেয়েছিল যদি মুসলিমরাই মনে করেন,তিন তালাক যুক্তিসঙ্গত নয়,সে প্রসঙ্গে মুসলিম ল বোর্ডের কী মত? এর জবাবে মুচালা বলেন,যেভাবে তিন তালাক দেওয়া হয়,সেটা সঠিক পদ্ধতি নয়। তাই মুসলিম পুরুষদের এই প্রথার ব্যবহারে সঠিক শিক্ষা দিতে হবে। এই প্রথা যাতে অভ্যাসে না পরিণত হয়,সেটাও দেখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন