আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে সরিয়ে দেওয়া হল বিতর্কিত মুসলিম ধর্মগুরু মাওলানা নূর উর রেহমান বরকতিকে। আজ বুধবার টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষ তাঁকে ইমাম পদ থেকে সরিয়ে দেয়। সাম্প্রতিককালে ভারতের প্রধানমন্ত্রীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বরকতির ফতোয়া জারি করা,ভারত বিরোধী মন্তব্য করা,বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরও নিজের গাড়ি থেকে লাল বাতি সরিয়ে না নেওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষিতেই তাঁকে বহিষ্কার করা হল বলে খবর। ইতিমধ্যেই বরকতির কাছে বহিষ্কারের একটি চিঠিও পাঠানো হয়েছে।
ধর্মীয় বিভেদমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করার অভিযোগ কয়েকদিন আগেই ইমাম পদ থেকে মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ বরকতিতে অপসারণের প্রক্রিয়া শুরু হয়। এরপর আজ বুধবারই বরকতিকে অপসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ব্যাপারে মসজিদ ট্রাস্টি বোর্ডের প্রধান শাহজাদা আনোয়ার আলি শাহ জানান, ‘বিতর্কিত ও প্ররোচনামূলক মন্তব্য করার জন্য বরকতিকে ইমামের পদ থেকে অপসারণ করা হয়েছে।